Welcome to Puruliatourism.in : Your Guide for Purulia Trip 

How can we help you?

 Get help on the following topics

How to Reach ?
Where to Stay ?
Best Places to Visit
Local Transport & Car Rental
Want to Visit During Festival ?
Local Guide & Travel Agencies
Join Our Community (1 Lakh+ Members)
Purulia District Police Helpline
Other Emergency Contacts
Share Your Feedback
Purulia Tourism for Businesses
Get Your Sticker

FAQ (Frequently Asked Questions) 

 পুরুলিয়াতে কি কি দেখার আছে?


The district of Purulia is filled with temples, dams, towering hills and other alluring and scenic tourist spots. Apart from enjoying the mesmerizing views and breathtaking beauty of this place, tourists can also indulge in different fun activities including boating, rock climbing, and others .The places to visit in Purulia make it a perfect getaway destination to get a break from the monotony of life and spend a few days in magical surroundings. The fresh air and natural beauty is sure to relieve you from stress.  

পুরুলিয়া বেড়ানোর সেরা সময় কখন ?

প্রায় সারাবছর আসা যায় পুরুলিয়া, তবে সেটা নির্ভর করছে আপনার পছন্দ-অপছন্দের উপর। বছরের বিভিন্ন ঋতুতে পুরুলিয়া ভিন্ন ভিন্ন রুপে সেজে উঠে। আবার জেলাজুড়ে বছরের বিভিন্ন সময়ে প্রচুর স্থানীয় মেলাও আয়োজিত হয়ে থাকে। রোদ ও আর্দ্রতায় কোনো সমস্যা না হলে গ্রীষ্মকাল বাদ দিয়ে বছরের যে কোনও সময় আসতে পারেন পুরুলিয়ায়। নীচে ঋতু অনুযায়ী কিছু তথ্য তুলে ধরলাম..

বর্ষাকালে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠে পুরুলিয়ার পাহাড়, ডুংরি ও ঝরনারগুলো। শাল-পলাশের জঙ্গলের বুকচিরে যাওয়া কালো পিচরাস্তায় এইসময় বাইকারদের আনাগোনা বাড়ে। অনেকের মতে, পুরুলিয়া বেড়াতে আসার এটাই সেরা সময়। 

 বর্ষার পরেই আসে শরৎ, এই সময় রাস্তার দুইদিক ভরে উঠে রাশি রাশি কাশফুলে। পরিস্কার নীল আকাশে নিজস্ব খেয়ালে ভেসে বেড়ায় মেঘবালিকারা। মনোরম আবহাওয়ায় পুজোর ছুটি কাটাতে অনেকেই আসেন পুরুলিয়ায়। এই মরসুমের শেষেরদিকে জেলাজুড়ে পালিত হয় বাঁদনা ও সহরায় উৎসব। বাদ্য সহযোগে অহিরা গীত, গরুখুঁটা, কাঁচিজিয়ারি, গরইয়া ইত্যাদি আচার-অর্চনার মধ্য দিয়ে পালিত হয় মানভুমের বাঁদনা পরব। এই সময় বিভিন্ন সাঁওতালগ্রামগুলি সেজে উঠে নতুন রুপে। 

এরপর শীতকাল। পিকনিকের মরসুম। মনোরোম ও শীতল আবহাওয়ার কারনে এই সময় ট্যুরিস্টরা বেশি আসেন। আগে থেকে বুক করা না থাকলে হোটেল পাওয়া প্রায় দুঃসাধ্য হয়ে উঠে। বিভিন্ন পর্যটন উৎসব ছাড়াও ছোটনাগপুরের বিখ্যাত টুসু পরব এই সময় পালিত হয়ে থাকে।

শীতের শেষে আসে বসন্ত। এইসময় পলাশফুলের অপরুপ সৌন্দর্যের টানে দূর দুরান্ত থেকে অনেকেই ছুটে আসেন পুরুলিয়ায়। বসন্তেই পলাশের গাছে কুঁড়ি নিতে শুরু হয়। হোলির দিন আসতে আসতে চারদিক লাল হয়ে উঠে। আঙুন রাঙা পলাশের শোভায় তখন দেখা মেলে অন্য এক পুরুলিয়ার। চৈত্র মাসে বিভিন্ন গ্রামে মেলা বসে। এই সময় এলে মৌরগ লড়াই দেখতে পাবেন, রাত্রে পাবেন , ছৌ নাচের অনুষ্ঠানও। তবে এই সময় পুরুলিয়াতে প্রচন্ড গরম পড়ে, আসার আগে তার জন্য প্রস্তুত হয়ে আসতে হবে। গ্রীষ্মের প্রচন্ড রোদ অসহ্য হয়ে উঠতে শুরু হলেও কুসুম ও মহুয়া গাছে নতুন পাতা গজানো শুরু হয় এইসময়। কেন্দ, পিয়াল, কুসুম ইত্যাদি দেশি ফলের স্বাদ পাবেন এই সময়।

(Note : পুরুলিয়ায় পর্যটন মরসুম নভেম্বরে শুরু হয় এবং শেষ হয় মার্চ/এপ্রিলে।  এই সময় হোটেলের দাম বাড়তে শুরু করে, তবে অন্যান্য বড় শহরের তুলনায় এখনও সস্তা। শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে আগে থেকেই আপনার থাকার জায়গা বুক করে রাখতে হবে।)

পুরুলিয়া ঘুরতে মোট কতদিন সময় লাগবে ?

পুরুলিয়ায় ঘুরবার জায়গা অনেকগুলি যা ভালভাবে পুরো ঘুরে দেখতে বেশ কয়েকদিনের প্রয়োজন। পাঁচ থেকে সাতদিন হলে একপ্রকার সকল জায়গাগুলি ঘুরতে পারবেন। আপনার হাতে যদি কম সময় থাকে তখন পুরুলিয়ার বিভিন্ন সার্কিট গুলোর মধ্যে যে কোনও একটা বা দুটো বেছে নিন, যেগুলো আপনার দেখা নেই। বাকী সার্কিট গুলো পরের ট্রিপে দেখবেন। প্রথমবার পুরুলিয়া এলে বলবো অযোধ্যা সার্কিট আসুন। একসাথে সব সার্কিট দেখা বেশ অসুবিধা ও সময়সাপেক্ষ। সার্কিট অনুযায়ী স্পটগুলোকে বিস্তারিতভাবে জানতে এই লিঙ্কে যান।

পুরুলিয়া বেড়ানোর জন্য কি লোকাল গাইডের প্রয়োজন আছে ?

যে কোন জায়গাকে ভালোভাবে জানতে অবশ্যই লোকাল গাইড এর দরকার। বিশেষত জঙ্গল বা পাহাড়ি এলাকায় ট্রেকিং রুট চিনতে অথবা কোনো গ্রামীন উৎসবে যোগ দিতে চাইলে বা স্থানীয় ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের সাথে পরিচয় করতে করতে চাইলে লোকাল গাইডের সহায়তা নিতে পারেন। কোনো স্পটে গিয়ে সঠিক ভিউ পয়েন্টে না দাঁড়ালে, সেই জায়গার মাধুর্য আপনার কাছে অধরাই থেকে যাবে। গাইড এর সাথে ভ্রমনে আপনার সময়ও বাঁচবে এবং বেশি জায়গা ঘুরেও দেখতে পারবেন।

 

Schedule an in-person visit at our help center
Learn more