How to Reach Purulia ?

কীভাবে আসবেন পুরুলিয়া ?

পুরুলিয়ার সাথে রাজ্য ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর সরাসরি রেললাইন ও সড়কপথে যোগাযোগ রয়েছে। ট্রেন, বাস অথবা নিজস্ব গাড়িতে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। 

How to Reach Purulia by Train ?

কোলকাতা বা দক্ষিণবঙ্গের কোনো জেলা থেকে ট্রেনে আসতে চাইলে বরাভুম/সুইসা/পুরুলিয়া/ঝালদা/আদ্রা/আসানসোল বা মুরি Junction এ নামতে পারেন। উত্তরবঙ্গের কোনো জেলা থেকে ট্রেনে আসতে চাইলে আদ্রা /আসানসোল /পুরুলিয়া /মুরি স্টেশনে আসার ট্রেন ধরুন, তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে নিন। 

অযোধ্যা সার্কিটের নিকটতম রেলস্টেশন হল বরাভুম ও সুইসা (25 কিমি)। পুরুলিয়া শহর, ঝালদা বা ঝাড়খণ্ডের মুরি স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের দুরত্ব প্রায় 45 কিমি।

গড় পঞ্চকোট সার্কিটের জন্য আদ্রা/ আসানসোল বা জয়চন্ডীপাহাড় রেলস্টেশনে নামবেন। 

বান্দোয়ান বা দক্ষিণ পুরুলিয়া সার্কিট বেড়াতে চাইলে বরাভুম বা ঝাড়খণ্ডের গালুডি স্টেশনে নামতে পারেন।

ট্রেনের তথ্য IRTCTC এর ওয়েবসাইট বা গুগল থেকে অনায়াসেই পেয়ে যাবেন, তবুও আপনাদের অযোধ্যা পাহাড়ে আসার প্ল্যানের সুবিধার জন্য কয়েকটি ট্রেনের তথ্য দিয়ে দিলাম -

এগুলো ছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে। আপনি কোথা থেকে আসবেন এবং কোন সার্কিট দেখতে ইচ্ছুক তার উপর নির্ভর করবে কোন ট্রেনে এলে বেস্ট হবে। অযোধ্যা পাহাড় আসার জন্য হাওড়া চক্রধরপুর ট্রেনটি সবচেয়ে উপযোগী। সকাল সকাল পৌছায় বলে, আপনি ঐ দিনটিও পুরোপুরিভাবে ঘোরার সুযোগ পাবেন, তবে রাত্রে ট্রেনে না আসতে চাইলে রূপসী বাংলা এক্সপ্রেস বা বন্দেভারত এক্সপ্রেস ধরতে পারেন। ফিরে যাবার জন্য রুপসী বাংলা এক্সপ্রেস (Purulia - 03:30 PM, Adra - 04:25 PM) কিংবা রাতের চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস (Barabhum - 08:15 PM, Purulia 09.05 PM, Adra - 10:50 PM) ধরতে পারেন।

IRTCTC এর ওয়েবসাইট - https://www.irctc.co.in/nget/train-search

পুরুলিয়াতে OLA, UBER বা Rapido এর মতো App Based Service   এখনও শুরু হয়নি। তাই পুরুলিয়া শহর ছাড়া অন্য কোথাও নামতে চাইলে গাড়ির সাথে আগে থেকে কথা বলে রাখবেন। তবে পুরুলিয়া শহরে নামলে আগে থেকে গাড়ি বুক করা না থাকলেও ট্যাক্সিস্ট্যান্ড থেকে সহজেই গাড়ি পেয়ে যাবেন।


How to Reach Purulia

How to Reach Purulia by Bus ?

অবশ্য রেলওয়ে ছাড়া বাসযোগেও আসতে পারেন পুরুলিয়াতে। কোলকাতা (Esplanade) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন ডিপো থেকে সরকারি ও বেসরকারি সংস্থার বাস যোগাযোগ আছে পুরুলিয়াতে। বেশিরভাগ বাস SBSTC এর ওয়েবসাইট  বা Redbus থেকেও বুকিং করা যায়, তবে অফলাইনে বুকিং করলেও কোনো অসুবিধা নেই। SBSTC এর ওয়েবসাইট - https://sbstc.co.in/

এখনও পর্যন্ত উত্তরবঙ্গ থেকে আসার বাস যোগাযোগ রয়েছে মাত্র একটি। 

1) শিবনারায়ন ট্রাভেলস (শুভদীপ)                                      04:00 PM (Siliguri) - 08:39 AM (Purulia)

অযোধ্যা পাহাড়ে বেড়াতে এলে সরাসরি বাগমুন্ডি আসার বাস রয়েছে। হিলকুইন এবং বুলেট নামে দুটি বাস রাত্রের দিকে ছাড়ে সকাল সকাল বাগমুন্ডী পৌছায়। বেলঘরিয়া ডিপো থেকে 8:30 এ SBSTC ছাড়ে। সরাসরি বাগমুন্ডি বাস না পেলে বলরামপুর/ ঝালদা অথবা পুরুলিয়াতে নেমে সেখান থেকে লোকাল বাস ধরে অযোধ্যা হিলটপ বা অযোধ্যা মোড়ে নামবেন। লোকাল বাস না পেলে গাড়িভাড়াও করে নিতে পারেন। 

জয়চন্ডী পাহাড় ও গড়পঞ্চকোট সার্কিট আসতে চাইলে রঘুনাথপুর/ সরবড়ি মোড় (নিতুড়িয়া) / গোবাগ / কাশীপুরে নামতে পারেন। 

বান্দোয়ান বা দক্ষিণ পুরুলিয়া সার্কিট আসতে চাইলে বান্দোয়ান / মানবাজারে নামতে পারেন।

ফিরে যাওয়ার জন্য বাগমুন্ডি থেকে কলকাতা গামী  বাস ছাড়ে। 

এছাড়াও পুরুলিয়া শহর থেকে কলকাতা গামী  একাধিক বাস রয়েছে।

How to Reach Purulia by Own Car/Bike ?

নিজস্ব গাড়ি বা বাইকে এলে গুগল ম্যাপের কোনোও বিকল্প নেই। তবে তার আগে জেলার পর্যটন মানচিত্রে একবার চোখ বুলিয়ে নিতে পারেন। পুরুলিয়া একাধিক সার্কিট রয়েছে। তাই কোন সার্কিট আগে ঘুরবেন এবং আপনি  কোথা থেকে আসবেন তার ওপর নির্ভর করে আপনার রুটম্যাপ হবে। অযোধ্যা পাহাড় বেড়াতে এলে Destination এ Bagmundi, Purulia লিখবেন, গড় পঞ্চকোট সার্কিট বেড়াতে এলে ম্যাপে Joychandi Pahar বা Baranti লিখে সার্চ করুন। অন্যান্য কোনো টুরিস্ট স্পটের ক্ষেত্রে সেই জায়গার নাম লিখেও সার্চ করতে পারেন।

How to Reach Purulia by Air ?

আপনার কোনো পরিচিত ব্যাক্তি ভারতের অন্যান্য রাজ্য বা বিদেশ থেকে আসতে চাইলে প্লেনে করে নিকটবর্তী এয়ারপোর্ট  1) Birsha Munda Airport, Ranchi (পুরুলিয়া শহর থেকে দূরত্ব 130 কিমি) অথবা 2) Netaji Subhas Chandra Bose International Airport, Kolkata (পুরুলিয়া শহর থেকে দূরত্ব 250 কিমি) এ নামবেন। তারপর সেখান থেকে by Train বা Rental  Car নিয়ে পুরুলিয়া আসতে পারেন।

* বাংলাদেশ থেকে কেউ আসতে চাইলে বাসে/ট্রেনে/প্লেনে করে প্রথমে কোলকাতা আসুন। তারপর হাওড়া থেকে পুরুলিয়া আসার ট্রেন অথবা ধর্মতলা থেকে পুরুলিয়া আসার বাস পেয়ে যাবেন। কোন সার্কিটের জন্য কোন স্টেশনে নামবেন বিস্তারিত তথ্য উপরে দেওয়া আছে, বুঝতে সমস্যা হলে সরাসরি পুরুলিয়া শহরে নেমে ওখান থেকে গাড়ি করে নেবেন।